তোমরা যারা RRB NTPC – এর প্রস্তুতি নিচ্ছো তাদের অবশ্যই রেগুলার কুইজ দেওয়া প্রয়োজন । তোমাদের মত চাকুরী প্রার্থীদের কথা ভেবেই আমাদের এখানে প্রতিদিন বিভিন্ন টপিকের উপর Free Quiz নেওয়া হয়ে থাকে ।

সামনেই RRB NTPC পরীক্ষা, সুতরাং তোমাদের প্রস্তুতিকে আরো উন্নত করতে আমরা GK MOCK TEST শুরু করেছি । বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে RRB NTPC GK MOCK TEST IN BENGALI (PART-1) প্রস্তুত করা হয়েছে । আমাদের বিশ্বাস এই মক টেস্ট তোমাদের সাফল্যে ভীষণভাবে সাহায্য করবে ।

Report a question

You cannot submit an empty report. Please add some details.
0%
0 votes, 0 avg
35
Created on By freequiz.in

Quiz

NTPC GK TEST -1

1 / 10

Category: General Science

1. অ্যাথলেটস ফুট রোগটি_________ দ্বারা সৃষ্ট একটি রোগ।

  1. ভাইরাস
  2. ব্যাকটেরিয়া
  3. জেনেটিক ডিসঅর্ডার
  4. ছত্রাক

2 / 10

Category: General Science

2. বেরিবেরিতে ভুগছেন শ্যাম। কারণ তার ________ এর ঘাটতি রয়েছে।

  1. ভিটামিন-A
  2. ভিটামিন-K
  3. ভিটামিন-B
  4. ভিটামিন-C

3 / 10

Category: General Science

3. লবণ এবং জল দেওয়ার জন্য অ্যাসিড এবং বেসের মধ্যে বিক্রিয়াকে ______ বলে।

  1. নিরপেক্ষকরণ বিক্রিয়া (neutralisation reaction)
  2. সংমিশ্রণ বিক্রিয়া (combination reaction)
  3. স্থানচ্যুতি বিক্রিয়া (displacement reaction)
  4. পচন বিক্রিয়া (decomposition reaction)

4 / 10

Category: History

4. কোন বছর আইন প্রণয়ন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল ?

5 / 10

Category: History

5. কলকাতায় ভারতের প্রথম ইংরেজি মাধ্যম স্কুল "অ্যাংলো হিন্দু স্কুল" কে প্রতিষ্ঠা করেছিলেন ?

  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
  3. হেনরি ভিভিয়ান ডিরোজিও
  4. রাজা রামমোহন রায়

6 / 10

Category: History

6. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন -

7 / 10

Category: Static GK

7.

পাওয়ার সার্ফ কথাটি কোন খেলার সাথে যুক্ত?

 

 

8 / 10

Category: Indian Polity

8. ভারতীয় সংবিধানের কোন ধারায় ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা দেওয়া হয়েছে?

1. ধারা 21

2. ধারা 26

3. ধারা 20

4. ধারা 23

9 / 10

Category: Geography

9. ভারত মহাসাগর ভারতের কোন দিকে অবস্থান করছে ?

  1. উত্তর
  2. দক্ষিণ-পশ্চিম
  3. দক্ষিণ-পূর্ব
  4. দক্ষিণ

10 / 10

Category: Geography

10. পশ্চিমবঙ্গের সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় -

  1. ক্যানিংকে
  2. কাকদ্বীপকে
  3. গোসাবাকে
  4. সোনারপুরকে

Your score is

The average score is 46%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *