তোমরা যারা RRB NTPC – এর প্রস্তুতি নিচ্ছো তাদের অবশ্যই রেগুলার কুইজ দেওয়া প্রয়োজন । তোমাদের মত চাকুরী প্রার্থীদের কথা ভেবেই আমাদের এখানে প্রতিদিন বিভিন্ন টপিকের উপর Free Quiz নেওয়া হয়ে থাকে ।

সামনেই RRB NTPC পরীক্ষা, সুতরাং তোমাদের প্রস্তুতিকে আরো উন্নত করতে আমরা GK MOCK TEST শুরু করেছি । বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে RRB NTPC GK MOCK TEST IN BENGALI (PART-3) প্রস্তুত করা হয়েছে । আমাদের বিশ্বাস এই মক টেস্ট তোমাদের সাফল্যে ভীষণভাবে সাহায্য করবে ।

Report a question

You cannot submit an empty report. Please add some details.
0%
0 votes, 0 avg
8
Created on By freequiz.in

Quiz

NTPC GK TEST -3

1 / 10

Category: History

1. কোন মুঘল সম্রাটের রাজত্বকালে সৎনামী বিদ্রোহ সংঘটিত হয়েছিল ?

  1. আকবর
  2. শাহজাহান
  3. ঔরঙ্গজেব
  4. জাহাঙ্গীর

2 / 10

Category: Static GK

2. আরাম হারাম হে কথাটি কে বলেছেন?

3 / 10

Category: Geography

3. জলবিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে কোন দেশ?

  1. আমেরিকা যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. রাশিয়া
  4. ভারত

4 / 10

Category: Geography

4. দীঘা ও কাঁথি উপকূলে কোন ধরনের মাটি দেখা যায় ?

  1.  লাল মাটি
  2. লবণাক্ত মৃত্তিকা
  3. পডসল মৃত্তিকা
  4. কৃষ্ণ মৃত্তিকা

5 / 10

Category: General Science

5. অপটিক স্নায়ু যে অনুভূতি গ্রহণ করে তা হল-

  1. শ্রবণ
  2. স্বাদ
  3. দর্শন
  4. ঘ্রাণ

6 / 10

Category: General Science

6. নিম্নের কোন ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়াতে যুক্ত ?

  1. নাইট্রোসোমোনাস
  2. সিউডোমোনাস
  3. নাইট্রোকোকাস
  4. নাইট্রোব্যাক্টর

7 / 10

Category: History

7. 'দ্য ইমর্টালস অফ মেলুহা' (The Immortals of Meluha) বইটি কে লিখেছেন ?

  1. আমিশ ত্রিপাঠী
  2. সালমান রুশদি
  3. রাসকিন বন্ড
  4. অরবিন্দ আদিগা

8 / 10

Category: Indian Polity

    8.
  • সুপ্রিম কোর্টের বিচারকরা কোন বয়সে অবসর গ্রহণ করেন ?
  1. ৬০ বছর
  2. ৬২ বছর
  3. ৬৫ বছর
  4. ৭০ বছর

9 / 10

Category: Indian Polity

9. সুপ্রিম কোর্টের বিচারক হতে গেলে নিম্নলিখত কোন শর্তটি প্রযোজ্য নয় ?

  1. কমপক্ষে পাঁচ বছর একটি উচ্চ আদালতের বিচারক বা পর পর দুই বা ততোধিক এই জাতীয় আদালতের বিচারক হতে হবে
  2. রাষ্ট্রপতির মতে তাকে অবশ্যই একজন বিশিষ্ট আইনবিদ হতে হবে
  3. তিনি ভারতীয় নাগরিক হতেও পারেন আবার নাও হতে পারেন
  4. কমপক্ষে ১০ বছরের জন্য  হাইকোর্ট বা দুই বা ততোধিক আদালতের উকিল হতে হবে

10 / 10

Category: History

10. নিম্নোক্তদের মধ্যে কে প্রথম মৌর্য শাসক যিনি শিলালিপির মাধ্যমে মানুষের কাছে তাঁর বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন?

  1. চন্দ্রগুপ্ত
  2. অশোক
  3. বৃহদ্রথ
  4. বিন্দুসার

Your score is

The average score is 65%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *