Railway Mock Test in Bengali with Answers

তোমরা যারা RRB NTPC – এর প্রস্তুতি নিচ্ছো তাদের অবশ্যই রেগুলার কুইজ দেওয়া প্রয়োজন । তোমাদের মত চাকুরী প্রার্থীদের কথা ভেবেই আমাদের এখানে প্রতিদিন বিভিন্ন টপিকের উপর Free Quiz নেওয়া হয়ে থাকে ।

সামনেই RRB NTPC পরীক্ষা, সুতরাং তোমাদের প্রস্তুতিকে আরো উন্নত করতে আমরা GK MOCK TEST শুরু করেছি । বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে Railway NTPC Free Free Quiz In Bengali (PART-5) প্রস্তুত করা হয়েছে । আমাদের বিশ্বাস এই মক টেস্ট তোমাদের সাফল্যে ভীষণভাবে সাহায্য করবে ।

Indian Geography

কুইজে অংশগ্রহণ করতে নিচের “START” অপশনে ক্লিক করো ।

Report a question

You cannot submit an empty report. Please add some details.
0%
0 votes, 0 avg
1
Created on By freequiz.in

Quiz

RRB NTPC GK TEST - 5

1 / 10

Category: General Science

1. নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না? .

  1. তেজস্ক্রিয় পদার্থের কার্যকলাপ - কুরি
  2. লেন্সের ক্ষমতা - ডায়াপ্টর
  3. তাপ - জুল
  4. চাপ - পাস্কাল

2 / 10

Category: General Science

2. নিম্নলিখিত কোনটি ন্যূনতম গ্রহণ না করলে মানুষ বাঁচতে পারে না?

  1. শর্করা
  2. খনিজ পদার্থ
  3. ফ্যাট
  4. প্রোটিন

3 / 10

Category: Indian Polity

3. ভারতীয় সংবিধানের কোন তফসিলে জনগণনা অন্তর্ভুক্ত করা হয়েছে ?

  1. V
  2. VII
  3. IX
  4. XII

4 / 10

Category: Geography

4. তেলেঙ্গানা একটি পূর্ণরাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে-

  1. 1লা জুন, 2013
  2. ২রা জুন, 2014
  3. লা জুন, 2015
  4. 1লা জুন, 2016

5 / 10

Category: Indian Polity

5.  

নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের রাষ্ট্রপতির পদ গ্রহণের আগে উপ-রাষ্ট্রপতি হিসাবে কাজ করেননি?

  1. ডঃ শঙ্কর দয়াল শর্মা
  2. নীলম সঞ্জীব রেড্ডি
  3. ডঃ জাকির হুসেন
  4. আর. ভেঙ্কটরামন

6 / 10

Category: Geography

6. গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কোন দুটি স্থানকে যুক্ত করেছে ?

  1.  তিরুপতি ও লুদিয়ানা
  2. মুম্বাই ও দিল্লি
  3. সোনারগাঁও ও কাবুল
  4. মাদ্রাজ ও দিল্লি

7 / 10

Category: History

7. ১৯৮৭ সালে কে ভারতের সর্বোচ্চ  বেসামরিক পুরস্কার ভারতরত্ন পেয়েছিলেন ?

  1. নেলসেন ম্যান্ডেলা
  2. মুরারজি দেশাই
  3. খান আব্দুল গফফার খান
  4. ভানু আথাইয়া

8 / 10

Category: General Science

8. বার্ধক্য সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা নামে কি পরিচিত?

  1. জেরন্টোলজি
  2. ইটিওলজি
  3. অস্টিওলজি
  4.  টেরাটোলজি

9 / 10

Category: History

9. মৌর্য সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায়ের অনুরাগী ছিলেন?

  1. মহাযান
  2. বজ্রযান
  3. হীনযান
  4. শেতাম্বর

10 / 10

Category: Indian Polity

10. কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে 'দিল্লি'কে জাতীয় রাজধানী অঞ্চল করা হয়?

  1. 42তম
  2. 73তম
  3. 61তম
  4. 69তম

Your score is

The average score is 80%

 

More Quizzes : – 

 

ইতিহাস মক টেস্ট

History Quiz – 1

History Quiz – 2

Geography Quiz – 1

Geography Quiz – 2

RRB NTPC Practice Set -1

RRB NTPC Practice Set -2

RRB NTPC Practice Set -3

Railway Group-D Set – 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *