Indian History Questions in bengali for Competitive Exams

History Mock Test in Bengal (Part – 4) তোমাদের সাথে শেয়ার করলাম । এই প্রশ্নগুলি বাছাই করা Previous Year Question (PYQ) । Important History Question গুলোই এই পর্বে দেওয়া হয়েছে । প্রশ্নগুলি আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে ।

Railway Group-D Online Mock Test In Bengali

বিভিন্ন চাকরির পরীক্ষা, যথা – WBCS, Clerkship, Food SI, KPS, WBP, SSC CGL, CHSL, MTS, SSC GD, RAIL, WB PRIMARY TET, JNM, ANM – সহ আরো অনেক পরীক্ষার প্রস্তুতির জন্য এই কুইজটি খুব হেল্পফুল হবে ।

কুইজে অংশগ্রহণ করতে নিচের “START” অপশনে ক্লিক করো ।

Report a question

You cannot submit an empty report. Please add some details.
0%
0 votes, 0 avg
30
Created on By freequiz.in

Quiz

ভারতের ইতিহাস কুইজ

1 / 10

Category: History

1. কোন সালে মহাত্মা গান্ধী নীলকরদের বিরুদ্ধে চম্পারণ আন্দোলনের নেতৃত্ব দেন ?

  1. 1915
  2. 1918
  3. 1917
  4. 1916

2 / 10

Category: History

2. কে প্রথম ভারতীয় যিনি একজন লিবারেল পার্টির টিকিটে ব্রিটিশ 'হাউস অফ কমন্স'-এ নির্বাচিত হন ?

  1.  চন্দ্র শেখর আজাদ
  2.  দাদাভাই নওরোজি
  3. ভীমরাও রামজি আম্বেদকর
  4. বাল গঙ্গাধর তিলক

3 / 10

Category: History

3. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করে?

  1. 1758
  2.  1755
  3.  1760
  4. 1765

4 / 10

Category: History

4. তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির ভারতের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে একটি এবং ______ বংশের দ্রাবিড় স্থাপত্যের একটি উদাহরণ।

  1.  চেরা
  2. চোল
  3. হোয়সালা
  4. পান্ড্য

5 / 10

Category: History

5. কোন বিখ্যাত রাষ্ট্রকূট রাজা ইলোরাতে কৈলাসের পাথর কেটে মন্দির তৈরি করেছিলেন?

  1. ভোজ
  2. গোবিন্দ তৃতীয়
  3. প্রথম কৃষ্ণ
  4. জয় চাঁদ

6 / 10

Category: History

6. নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কে 'ভারতের নেপোলিয়ন' নামে পরিচিত?

  1. বিষ্ণুগুপ্ত
  2. স্কন্দগুপ্ত
  3. সমুদ্রগুপ্ত
  4.  প্রথম চন্দ্রগুপ্ত

7 / 10

Category: History

7. অশোক কলিঙ্গ জয় করার জন্য যুদ্ধ করেছিলেন। কলিঙ্গ ছিল উপকূলীয় ______ এর প্রাচীন নাম।

  1. মাদ্রাজ
  2. উড়িষ্যা
  3. বোম্বে
  4. বাংলা

8 / 10

Category: History

8. নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত ?

  1. ওড়িশা
  2. ঝাড়খন্ড
  3. বিহার
  4. পশ্চিমবঙ্গ

9 / 10

Category: History

9. নিচের কোনটি বলবন প্রবর্তন করেননি ?

  1. নওরোজ উৎসব
  2. ঝাড়োখা-ই-দর্শন
  3. সিজদা ও পাইবস
  4. উচ্চ পদে তুর্কি লোকদের অন্তর্ভুক্ত করা

10 / 10

Category: History

10.  

______ পান্ড্য রাজবংশের রাজধানী ছিল।

  1. মাদুরাই
  2. কুরু
  3. উরাইউর
  4. হাম্পি

Your score is

The average score is 59%

 

More Quizzes : – 

History Quiz – 1

History Quiz – 2

Geography Quiz – 1

Geography Quiz – 2

RRB NTPC Practice Set -1

Railway Group-D Set – 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *