General Science Mock Test in Bengali

General Science Mock Test in Bengali:-

General Science Mock Test in Bengali (Part – 1) আপনাদের সাথে শেয়ার করলাম । এই প্রশ্নগুলি বাছাই করা Previous Year Question (PYQ) । Important Science Question গুলোই এই পর্বে দেওয়া হয়েছে । প্রশ্নগুলি আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে ।

Railway Group-D Online Mock Test In Bengali

বিভিন্ন চাকরির পরীক্ষা, যথা – WBCS, Clerkship, Food SI, KPS, WBP, SSC CGL, CHSL, MTS, SSC GD, RAIL, WB PRIMARY TET, JNM, ANM – সহ আরো অনেক পরীক্ষার প্রস্তুতির জন্য এই কুইজটি খুব হেল্পফুল হবে ।

General Science Mock Test in Bengali

 

কুইজ শেষে কার কত স্কোর হল এবং আপনাদের নিজস্ব মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না । আপনাদের কমেন্ট আমাদেরকে মোটিভেট করবে আরো নতুন গুরুত্বপূর্ণ Content উপস্থাপন করতে।

কুইজে অংশগ্রহণ করতে নিচের “START” অপশনে ক্লিক করুন ।

Report a question

You cannot submit an empty report. Please add some details.
0%
0 votes, 0 avg
0
Created on By freequiz.in

Quiz

General Science Quiz - 1

1 / 10

Category: General Science

1. অপটিক স্নায়ু যে অনুভূতি গ্রহণ করে তা হল-

  1. শ্রবণ
  2. স্বাদ
  3. দর্শন
  4. ঘ্রাণ

2 / 10

Category: General Science

2. বেরিবেরিতে ভুগছেন শ্যাম। কারণ তার ________ এর ঘাটতি রয়েছে।

  1. ভিটামিন-A
  2. ভিটামিন-K
  3. ভিটামিন-B
  4. ভিটামিন-C

3 / 10

Category: General Science

3. নিম্নের কোন ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়াতে যুক্ত ?

  1. নাইট্রোসোমোনাস
  2. সিউডোমোনাস
  3. নাইট্রোকোকাস
  4. নাইট্রোব্যাক্টর

4 / 10

Category: General Science

4. নিম্নলিখিত কোন রিসেপ্টর গন্ধ এবং স্বাদের জন্য দায়ী ?

  1. থার্মো রিসেপ্টর
  2. কেমো রিসেপ্টর
  3. মেকানো রিসেপ্টর
  4. ইলেক্ট্রো রিসেপ্টর

5 / 10

Category: General Science

5. প্লাজমার কোন প্রোটিন প্রাথমিকভাবে প্রতিরক্ষার কাজ করে ?

  1. ফাইব্রিনোজেন
  2. অ্যালবুমিন
  3. গ্লোবিউলিন
  4. উপরের সবগুলি

6 / 10

Category: General Science

6. লবণ এবং জল দেওয়ার জন্য অ্যাসিড এবং বেসের মধ্যে বিক্রিয়াকে ______ বলে।

  1. নিরপেক্ষকরণ বিক্রিয়া (neutralisation reaction)
  2. সংমিশ্রণ বিক্রিয়া (combination reaction)
  3. স্থানচ্যুতি বিক্রিয়া (displacement reaction)
  4. পচন বিক্রিয়া (decomposition reaction)

7 / 10

Category: General Science

7. অ্যাথলেটস ফুট রোগটি_________ দ্বারা সৃষ্ট একটি রোগ।

  1. ভাইরাস
  2. ব্যাকটেরিয়া
  3. জেনেটিক ডিসঅর্ডার
  4. ছত্রাক

8 / 10

Category: General Science

8. চোখের যে ত্রুটির ফলে দূরের বস্তু অস্পষ্ট হয়, কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখা যায়, তাকে বলে-

  1. মায়োপিয়া
  2. হাইপারমেট্রোপিয়া
  3. পায়োরিয়া
  4. ছানি পড়া

9 / 10

Category: General Science

9. দোলনায় বসে থাকা একজন ব্যক্তি যদি উঠে দাঁড়ান তাহলে দোলনার দোলনের সময়কালে কিরূপ পরিবর্তন দেখা যাবে ?

  1. বৃদ্ধি পাবে
  2. একই থাকবে
  3. হ্রাস পাবে
  4. শূন্য হয়ে যাবে

10 / 10

Category: General Science

10. কোন বিজ্ঞানী DNA-এর দ্বিতন্ত্রী কাঠামো আবিষ্কার করেন ?

  1. হরগোবিন্দ খোরানা
  2. রবার্ট হুক
  3. লিউয়েনহুক
  4. ওয়াটসন ও ক্রিক

Your score is

The average score is 0%

 

More Quizzes : – 

History Quiz – 1

History Quiz – 2

Geography Quiz – 1

Geography Quiz – 2

RRB NTPC Practice Set -1

RRB NTPC Practice Set -2

RRB NTPC Practice Set -3

Railway Group-D Test-1

Railway Group-D Test-2

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *