Daily Current Affairs | সাম্প্রতিক ঘটনাবলী | 3rd April, 2025 :-
আমরা আজকে সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ‘কারেন্ট অ্যাফেয়ার্স 3-রা এপ্রিল, 2025’ (Current Affairs 3rd April, 2025) প্রতিবেদনে তুলে ধরা হল। এই গুরুত্বপূর্ণ বর্তমান বিষয়গুলি আপনার আসন্ন WBCS, Miscellaneous, WBPSC CLERK, WBP Constable, WBP SI, KP Constable, KP SI, Kolkata Police Surgeon, Jail Police, Railway Group-D, Railway NTPC, RRB ALP, RPF, SSC GD, CGL, CHSL, MTS, WB Gram Panchayat, অগ্নিবীর সেনা, অগ্নিবীর নৌবাহিনী, অগ্নিবীর বিমান বাহিনী, মহিলা মিলিটারি পুলিশ, SCO, CAPF ইত্যাদি পরীক্ষার জন্য খুব উপকারী হবে। চলুন এখন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখা নেওয়া যাক।
- সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুম্বাই (মহারাষ্ট্র) তে ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস (NCPA) এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর 90 তম বার্ষিকী উপলক্ষে 5 টাকার একটি বিশেষ ডাকটিকিট প্রকাশ করলেন।
- RBI – এর প্রতিষ্ঠাকাল – 1 April 1935
- সদর দপ্তর – Mumbai, Maharastra
- গভর্নর – Sanjay Malhotra (26তম)
- নরওয়েজিয়ান কোম্পানি নরলেড MF Hydra নামক জাহাজের মাধ্যমে সফলভাবে বিশ্বের প্রথম ফেরি চালু করেছে যা তরল হাইড্রোজেনে চলে।
- নরওয়ের রাজধানী – অসলো
- মুদ্রা – নরওয়েজিয়ান ক্রোন
- রাজা – পঞ্চম হ্যারল্ড
- গ্লোবাল ক্রেডিট রেটিং এজেন্সি Moody’s Ratings উদীয়মান বাজারের উপর তার সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশ করেছে । রিপোর্ট অনুযায়ী ভারতের মোট দেশীয় পণ্য (GDP) 2025-26 আর্থিক বছরে 6.5% বৃদ্ধি পাবে, যা FY2024-25 -এর 6.7% থেকে কম৷
Moody’s Ratings এর সম্বন্ধে:-
- President- Michael West
- Headquarters – New York, the United States of America (USA)
- Founded -1909
- জর্জিয়া অ্যাসেম্বলি একটি প্রস্তাব পাস করেছে যা হিন্দুফোবিয়া এবং হিন্দু-বিরোধী ধর্মান্ধতার নিন্দা করেছে। আমেরিকার প্রথম রাজ্য হিসেবে জর্জিয়া এই ধরনের আইনী পদক্ষেপ নিয়েছে।
- সম্প্রতি ভাইস-অ্যাডমিরাল সঞ্জয় জসজিৎ সিং নৌবাহিনীর ভাইস চিফ (Vice-Chief of Naval Staff) হিসেবে নিযুক্ত হয়েছেন।
- Chief of Naval Staff – Admiral R Hari Kumar
- Indian Navy Founded – 26 January 1950
- Indian Navy headquarters – New Delhi
- সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রক ঘোষণা করেছে ভারত এবং মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য অন্যান্য মুদ্রার পাশাপাশি ইন্ডিয়ান রুপির ব্যবহার করে পরিচালিত হবে।
- ভারতের বিদেশ মন্ত্রী – এস জয়শংকর
- ভারতের বিদেশ সচিব – বিক্রম মিস্ত্রি
- সম্প্রতি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) হোয়াটস্যাপ ব্যাঙ্কিং সার্ভিস চালু করেছে।
- IPPB – এর প্রতিষ্ঠাকাল – 30 শে জানুয়ারি, 2017
- সদর দপ্তর – নিউ দিল্লি
- সেক্রেটারি – Vineet Pandey
- . আলুভা (কেরালা) ভিত্তিক ফেডারেল ব্যাংক লিমিটেড (FBL), যা পূর্বে ট্রাভাঙ্কোর ফেডারেল ব্যাংক লিমিটেড নামে পরিচিত ছিল, ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এবং United States of America (USA) ভিত্তিক Visa Inc এর সাথে অংশীদারিত্বে বিসনেস কাস্টমারদের জন্য Fed StarBiz Credit Card লঞ্চ করেছে।
Federal Bank Limited (FBL) সম্বন্ধে :-
- Managing Director (MD) & Chief Executive Officer (CEO) – KVS Manian
- Headquarters – Aluva, Kerala
- Founded – 1931
- Tagline – Your Perfect Banking Partner
- সম্প্রতি ফোর্বস ’39th Annual World’s Billionaires list’ প্রকাশ করেছে।
- বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন টেসলা মোটরসের সিইও ইলন মাস্ক, যার সম্পদের পরিমাণ 342 বিলিয়ন মার্কিন ডলার ।
- দ্বিতীয় স্থানে রয়েছেন ‘মেটা’-র সিইও মার্ক জুকারবার্গ, যার সম্পদের পরিমাণ পরিমাণ 216 বিলিয়ন মার্কিন ডলার ।
- তৃতীয় স্থানে রয়েছেন Amazon এর প্রতিষ্ঠাতা জেফ বেজস
- শিল্পপতি মুকেশ আম্বানি এশিয়া তথা ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছেন এবং বিশ্বের দরবারে 18 তম স্থানে রয়েছেন যার সম্পদের পরিমাণ 92.5 বিলিয়ন মার্কিন ডলার ।
- ভারতে গৌতম আদানি দ্বিতীয় স্থানে রয়েছেন, যা সম্পদের পরিমাণ ছিল 56.3 বিলিয়ন মার্কিন ডলার । ( বিশ্বের মধ্যে 28 তম)
- সম্প্রতি শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি উন্নয়নের জন্য আনুমানিক 625 মিলিয়ন নেপালি রুপি বরাদ্দ করে ভারত ও নেপাল সরকারের মধ্যে একটি মউ স্বাক্ষর হয়েছে।
- President of Nepal – Ram Chandra Poudel
- Prime Minister (PM) – KP Sharma Oli
- Capital – Kathmandu
- Currency – Nepalese Rupee (NPR)