Daily Current Affairs | সাম্প্রতিক ঘটনাবলী | 2nd April, 2025 :-
আমরা আজকে সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ‘কারেন্ট অ্যাফেয়ার্স 2-রা এপ্রিল, 2025’ (Current Affairs 2nd April, 2025) প্রতিবেদনে তুলে ধরা হল। এই গুরুত্বপূর্ণ বর্তমান বিষয়গুলি আপনার আসন্ন WBCS, Miscellaneous, WBPSC CLERK, WBP Constable, WBP SI, KP Constable, KP SI, Kolkata Police Surgeon, Jail Police, Railway Group-D, Railway NTPC, RRB ALP, RPF, SSC GD, CGL, CHSL, MTS, WB Gram Panchayat, অগ্নিবীর সেনা, অগ্নিবীর নৌবাহিনী, অগ্নিবীর বিমান বাহিনী, মহিলা মিলিটারি পুলিশ, SCO, CAPF ইত্যাদি পরীক্ষার জন্য খুব উপকারী হবে। চলুন এখন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখা নেওয়া যাক।
1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন নিধি তিওয়ারি।
2. 2 -রা এপ্রিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে ।
- 2025 এর থিম – Advancing Neurodiversity and the UN Sustainable Development Goals (SDGs)
3. 1-ম এপ্রিল RBI-এর 90 তম বার্ষিকী উদযাপিত হল।
- RBI প্রতিষ্ঠিত হয় 1st এপ্রিল 1935 সালে। RBI – এর প্রথম গভর্নর ছিলেন স্যার অসবর্ণ স্মিথ।
4. NITI NCAER states economics forum চালু করল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
5. এশিয়া কাপ হকি 2025 হোস্ট করবে বিহার।