Daily current affairs, current affairs in Bengali, MCQ current affairs, Daily CA in Bengali, Current events, Today Current affairs, সাম্প্রতিক ঘটনাবলী, প্রতিদিনের ঘটনা, দৈনিক কারেন্ট এফেয়ার্স,আমরা আজকে সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ‘কারেন্ট অ্যাফেয়ার্স 15ই মার্চ, 2025’ (Current Affairs 15th March, 2025Current Affairs 15th March, 2025) প্রতিবেদনে তুলে ধরা হল। এই গুরুত্বপূর্ণ বর্তমান বিষয়গুলি আপনার আসন্ন WBCS, Miscellaneous, WBPSC CLERK, WBP Constable, WBP SI, KP Constable, KP SI, Kolkata Police Surgeon, Jail Police, Railway Group-D, Railway NTPC, RRB ALP, RPF, SSC GD, CGL, CHSL, MTS, WB Gram Panchayat, অগ্নিবীর সেনা, অগ্নিবীর নৌবাহিনী, অগ্নিবীর বিমান বাহিনী, মহিলা মিলিটারি পুলিশ, SCO, CAPF ইত্যাদি পরীক্ষার জন্য খুব উপকারী হবে। চলুন এখন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখা নেওয়া যাক।

1. LIC বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমা ব্যান্ড হিসাবে স্বীকৃতি পেল।
2.Bank of Baroda women NRIs দের জন্য bob global women NRE & NRO saving Account চালু করলো।
3. Khanjar – XII যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও কিরগিজস্তানের মধ্যে।
4.রাজস্থানের মন্ত্রীসভা কোচিং ইনস্টিটিউট গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বিল অনুমোদন করলো।
5. তামিলনাড়ু রাজ্যে 9 হাজার কোটি টাকার ম্যানুফাকচারিং ইউনিট স্থাপন করতে চলেছে – টাটা মোটরস ।
6. কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর PB-SHABD নামক নিউজ শেয়ারিং সার্ভিস উদ্বোধন করলেন।
7. 15 মার্চ বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালন করা হয়।
8.G20 ফ্লাওয়ার ফেস্টিভাল শুরু হল নিউ দিল্লি তে।
9.She Changes Climate ইনিশিয়েটিভ এর জন্য ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন- শ্রেয়া ঘোড়াবাত।
10. LIC এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন – সিদ্ধার্থ মহান্তি ।