RRB NTPC GK Mock Test in Bengali

Railway Group D Free Mock Test : –

Railway Group-D পরীক্ষার আর খুব বেশি সময় নেই । Rail Group-D পরীক্ষায় সাফল্যের লক্ষ্যে তোমাদের জন্য সাজেশন প্রশ্নোত্তর শুরু করা হয়েছে । আজকে Railway Group D Free Mock Test পর্ব – 12″ দেওয়া হল । সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে এই GK Mock Test গুলো বানানো হয়েছে । এগুলি এক কথায় ‘Key Of Success’

Indian Geography Quiz

কুইজ শেষে কার কত স্কোর হল এবং তোমাদের নিজস্ব মতামত কমেন্ট করে জানাতে ভুলো না । তোমাদের কমেন্ট আমাদেরকে মোটিভেট করবে আরো নতুন গুরুত্বপূর্ণ Content উপস্থাপন করতে।

কুইজে অংশগ্রহণ করতে নিচের “START” অপশনে ক্লিক কর ।

Railway Group D Free Mock Test

 

Report a question

You cannot submit an empty report. Please add some details.
0%
0 votes, 0 avg
1
Created on By freequiz.in

Quiz

Railway Group-D GK Test - 12

1 / 10

Category: General Science

1. 'গ্লোবাল ওয়ার্মিং' এর জন্য কোন গ্যাসকে দায়ী করা হয়েছে?

  1. CH4
  2. O2 এবং CO2
  3. O2
  4. CO2 এবং CH4

2 / 10

Category: General Science

2. নিচের কোনটি প্রোটিনের ভালো উৎস?

  1. মটর
  2. গ্রাম
  3. সয়াবিন
  4. অড়হর

3 / 10

Category: Static GK

3. পাওয়ার সার্ফ কথাটি কোন খেলার সাথে যুক্ত?

  1. ভলিবল
  2. ব্যাডমিন্টন
  3. বোট রেস
  4. ব্রীজ

4 / 10

Category: Geography

4. নিচের কোন ব্যক্তি শ্বেত বিপ্লবের সাথে জড়িত?

  1. পি জে কুরিয়েন
  2. ভার্গিস কুরিয়েন
  3. এম এস স্বামীনাথন
  4. এম এস রঘুনাথন

5 / 10

Category: History

5. খুদবা কি ?

  1. শুক্রবারের নামাজে শাসকের নামে পড়া একটি ধর্মোপদেশ
  2. একটি রাজকীয় আদেশ
  3. একটি ধর্মীয় আদেশ
  4. একটি রাজস্ব কর

6 / 10

Category: General Science

6. লোহার বিশুদ্ধতম রূপ হল -

  1. ইস্পাত
  2. পিগ আয়রন
  3. ঢালাই লোহা
  4. রট আয়রন

7 / 10

Category: Geography

7. স্থানান্তর কৃষি সম্পর্কে কোন বক্তব্যটি ভুল?

  1. ঝুম কৃষি একটি পরিবর্তনশীল কৃষি।
  2. এটি ভারতের উত্তর-পূর্ব রাজ্য এবং ঝাড়খণ্ড, অন্ধ্র প্রদেশে প্রচলিত।
  3. এতে রাসায়নিক ও প্রচলিত সার ব্যবহার করা হয়।
  4. এই কৃষি প্রধানত ক্রান্তীয় বনাঞ্চলে করা হয়।

8 / 10

Category: Geography

8. খরিফ ফসল কখন বপন করা হয়?

  1. জুন-জুলাই
  2. অক্টোবর-নভেম্বর
  3. আগস্ট-সেপ্টেম্বর
  4. মার্চ-এপ্রিল

9 / 10

Category: History

9. কোন মুসলিম সেনাপতি ত্রয়োদশ শতাব্দীতে বাংলা জয় করেছিলেন ?

  1. তৈমুর লং
  2. চেঙ্গিস খান
  3. বখতিয়ার খিলজী
  4. সিকান্দার শাহ

10 / 10

Category: Static GK

10.  

মারডেকা স্টেডিয়াম কোথায় অবস্থিত?

  1. কুয়ালালামপুর
  2. অকল্যান্ড
  3. ব্রিসবেন
  4. সিডনি

Your score is

The average score is 60%

 

More Quizzes : – 

History Quiz – 1

History Quiz – 2

History Quiz – 3

Geography Quiz – 1

Geography Quiz – 2

Geography Quiz – 3

RRB NTPC Practice Set -1

RRB NTPC Practice Set -2

RRB NTPC Practice Set -2

RRB NTPC Practice Set -2

RRB NTPC Practice Set -3

RRB NTPC Practice Set -4

RRB NTPC Practice Set -5

Railway Group-D Set – 1

Railway Group-D Set – 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *