4th April 2025 Current Affairs in Bengali4th April 2025 Current Affairs in Bengali

4th April 2025 Current Affairs in Bengali | দৈনিক কারেন্ট এফেয়ার্স :-

আমরা আজকে সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ‘কারেন্ট অ্যাফেয়ার্স 4-র্থ এপ্রিল, 2025’ (Current Affairs 4th April, 2025) প্রতিবেদনে তুলে ধরা হল। এই গুরুত্বপূর্ণ বর্তমান বিষয়গুলি আপনার আসন্ন WBCS, Miscellaneous, WBPSC CLERK, WBP Constable, WBP SI, KP Constable, KP SI, Kolkata Police Surgeon, Jail Police, Railway Group-D, Railway NTPC, RRB ALP, RPF, SSC GD, CGL, CHSL, MTS, WB Gram Panchayat, অগ্নিবীর সেনা, অগ্নিবীর নৌবাহিনী, অগ্নিবীর বিমান বাহিনী, মহিলা মিলিটারি পুলিশ, SCO, CAPF ইত্যাদি পরীক্ষার জন্য খুব উপকারী হবে। চলুন এখন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখা নেওয়া যাক।

 

  1. 2025 সালের 4- এপ্রিল ষষ্ঠ BIMSTEC সামিট থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হল। এই সামিটের থিম ছিল prosperous, Resilient and Open. এই সামিটে ভারতের হয়ে যোগদান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর সভাপতিত্ব করেছে থাইল্যান্ড।

BIMSTEC এর সম্বন্ধে :-

  • Full Form – Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
  • Establishment – 6 June 1997
  • Membership – 7 country
  1. Bangladesh
  2. Bhutan
  3. India
  4. Myanmar
  5. Nepal
  6. Sri Lanka
  7. Thailand

 

  1. সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নাগভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন।

ACC এর সম্বন্ধে :-

  • Formation – 19 September 1983
  • Purpose – Cricket administration
  • Headquarters – Dubai, United Arab Emirates
  • Membership – 30
  1. ব্রাজিলের ফোজ ডো ইগুয়াসুতে প্রথম অনুষ্ঠিত বক্সিং বিশ্বকাপ 2025 ভারতীয় বক্সার হিতেশ প্রথম ভারতীয় বক্সার হিসেবে ফাইনালে পৌঁছলেন।

 

  1. ষষ্ঠ বিমসটেক সামিট চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং থাইল্যান্ড প্রধানমন্ত্রী সিনাওত্রার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার সময় ভারত থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ছয়টি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

  1. সম্প্রতি 87 বছর বয়সে প্রবীণ অভিনেতা- পরিচালক মনোজ কুমারের মৃত্যু হয়েছে। তাঁর আসল নাম হরিকৃষ্ণ গিরি গোস্বামী। তাঁর কিছু বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে উপকার, ক্রান্তি, রোটি কাপরা আউর মাকান ইত্যাদি। তিনি তাঁর চলচ্চিত্রে দেশপ্রেমিক নায়কের ভূমিকা জন্য ‘ভারত কুমার’ নামে জনপ্রিয় ছিলেন।

 

6.সম্প্রতি RailTel Corporation of India Ltd রেলওয়ে সেক্টরের দক্ষতা উন্নয়নের জন্য পাঞ্জাবের ল্যামরিন টেক ইউনিভার্সিটি (LTSU) এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (  একটি মউ স্বাক্ষর করেছে।

RailTel Corporation of India Ltd এর সম্বন্ধে:-

  • Founded – September 2000
  • Headquarters -New Delhi, India
  • Chairman and Managing Director (CMD) – Sanjai Kumar
  1. যুক্তরাজ্য (UK) 2035 সালের ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে।

FIFA (International Federation of Association Football) এর সম্বন্ধে :-

  • Founded – 21 May 1904
  • Founder – Robert Guérin
  • Founded at Paris, France
  • Headquarters – Zurich, Switzerland
  • Membership – 211 national associations
  • President – Gianni Infantino
  1. সম্প্রতি Pension Fund Regulatory and Development Authority (PFRDA) এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন শিব সুব্রামানিয়াম রমন।

PFRDA এর সম্বন্ধে:-

  • Founded -23 August 2003
  • Headquarters – New Delhi, India
  • Under – Ministry of Finance, Government of India

 

  1. ষষ্ঠ বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমসটেক মেম্বারশিপ দেশগুলির যুবকদের উদ্দেশ্যে দক্ষতা বৃদ্ধির জন্য ‘ বোধি’ নামে একটি কর্মসূচির ঘোষণা করেছেন। ‘বোধি’ নামে এই কর্মসূচিতে মানবসম্পদ উন্নয়নের জন্য পেশাদার,ছাত্র, গবেষক কূটনৈতিকদের প্রশিক্ষণ এবং বৃত্তি প্রদানের ব্যবস্থা করার কথা বলেছেন।
  • প্রধানমন্ত্রী মোদি এই সফরে ব্যাংককের ওয়াট ফো বৌদ্ধ মন্দির পরিদর্শন করেন।

 

  1. Readiness for Frontier technologies index – 2024 অনুযায়ী UNCTAD প্রকাশিত 2025 Technology and Innovation Report ভারতের স্থান 36 তম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *