31st March current affairs in Bengali | দৈনিক কারেন্ট এফেয়ার্স :-

আমরা আজকে সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ‘কারেন্ট অ্যাফেয়ার্স 31ই মার্চ, 2025’ (Current Affairs 31st March, 2025) প্রতিবেদনে তুলে ধরা হল। এই গুরুত্বপূর্ণ বর্তমান বিষয়গুলি আপনার আসন্ন WBCS, Miscellaneous, WBPSC CLERK, WBP Constable, WBP SI, KP Constable, KP SI, Kolkata Police Surgeon, Jail Police, Railway Group-D, Railway NTPC, RRB ALP, RPF, SSC GD, CGL, CHSL, MTS, WB Gram Panchayat, অগ্নিবীর সেনা, অগ্নিবীর নৌবাহিনী, অগ্নিবীর বিমান বাহিনী, মহিলা মিলিটারি পুলিশ, SCO, CAPF ইত্যাদি পরীক্ষার জন্য খুব উপকারী হবে। চলুন এখন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখা নেওয়া যাক।
1. সম্প্রতি ব্যাডমিন্টন থেকে অবসর গ্রহণ করলেন হায়দ্রাবাদের বিখ্যাত খেলোয়াড় বি সুমিত রেড্ডি।
2. শিগমো উৎসব 2025 শুরু হল গোয়াতে।
3. এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হচ্ছে জর্ডনে।
4. বিশ্ব থিয়েটার দিবস 2025 এর থিম – theatre and culture of peace.
5.Canara Bank এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন এস কে মজুমদার।