4th April 2025 Current Affairs in Bengali4th April 2025 Current Affairs in Bengali

1st April current affairs in Bengali | দৈনিক কারেন্ট এফেয়ার্স :-

আমরা আজকে সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ‘কারেন্ট অ্যাফেয়ার্স  ১-লা এপ্রিল, 2025’ (Current Affairs 1st April, 2025) প্রতিবেদনে তুলে ধরা হল। এই গুরুত্বপূর্ণ বর্তমান বিষয়গুলি আপনার আসন্ন WBCS, Miscellaneous, WBPSC CLERK, WBP Constable, WBP SI, KP Constable, KP SI, Kolkata Police Surgeon, Jail Police, Railway Group-D, Railway NTPC, RRB ALP, RPF, SSC GD, CGL, CHSL, MTS, WB Gram Panchayat, অগ্নিবীর সেনা, অগ্নিবীর নৌবাহিনী, অগ্নিবীর বিমান বাহিনী, মহিলা মিলিটারি পুলিশ, SCO, CAPF ইত্যাদি পরীক্ষার জন্য খুব উপকারী হবে। চলুন এখন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখা নেওয়া যাক।

 

1. বিধ্বংসী ভূমিকম্পে মিয়ানমারকে সাহায্য করার লক্ষ্যে ভারত অপারেশন ব্রহ্মা চালু করেছে ।

 

2. ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের নিউ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন চাল্লা সিন্নিভাসালু শেট্টি।

 

3. ন্যাশনাল কনফারেন্স অফ এনভায়রনমেন্ট 2025 অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে ।

 

4. এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে স্বর্ণপদক জিতলেন মনীষা ভানওয়ালা।

 

5. ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হলেন অভিজ্ঞ আইএএস অফিসার অজয় শেঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *