মহাকুম্ভের পুনরাবৃত্তি, এবার শিকার দিল্লি :-
29 – শে জানুয়ারি মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে পদদলিত হয়ে ৩০ জন মারা যাওয়ার ঘটনার শোক কাটিয়ে ওঠার আগেই আবারও মর্মান্তিক পদদলিতের সংবাদে বিস্মিত গোটা দেশ ।

16 – ই ফেব্রুয়ারি মাঝরাতে দিল্লি রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক পদদলিতের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশবাসীকে। নিহতের সংখ্যা 18 জন। আহতের সংখ্যা একাধিক হলেও এখনও সঠিক তথ্য জানা যায়নি।
14 ও 15 নম্বর প্লাটফর্মে যাত্রীদের অসম্ভব ভিড়ের কারণেই এই ঘটনা বলে জানা যাচ্ছে। দুটি ট্রেন লেটে চলায় প্লাটফর্মে অসম্ভব ভিড় বাড়তে থাকে, যা একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যাত্রীরা মহাকুম্ভের বিশেষ ট্রেনে ওঠার জন্য ছুটতে থাকলে হুুড়োহুড়িতে কিছু যাত্রী অজ্ঞান হয়ে যায় ও চারিদিকে পদদলিত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। যার ফলে আতঙ্ক বাড়তে থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনেকেই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।